রবিবার, ১৯ মে, ২০২৪
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

রাজিবপুর সীমান্তে ৩ চোরাকারবারি আটক 

চররাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

রাজিবপুর সীমান্তে ৩ চোরাকারবারি আটক 

কুড়িগ্রামের রাজিবপুর সীমান্ত দিয়ে শুকনা সুপারী পাচারকালে, ৬ বস্তা শুকনা সুপারীসহ ৩ চোরা কারবারিকে আটক করেছে বালিয়ামারী বিজিবি ক্যাম্পের সদস্যরা। 

এলাকাবাসীর অভিযোগ বাংলাদেশের সীমান্ত এলাকার ফসল ক্ষতি করে বর্ডার হাটের কতিপয় ভেন্ডার বেশি লাভের আশায় চোরাই পথে শত শত বস্তা শুকনা সুপারী রাতের আধারে বাংলাদেশ থেকে পাচার করে দিচ্ছে ভারতে। আর এর বিনিময়ে ভারতীয় গরু ও মাদক বাংলাদেশে প্রবেশ করাচ্ছে। ২ দেশের চোরা কারবারিরা প্রতিদিন কাটছে কাটা তারের বেড়া। 

বালিয়ামারী বিজিবি কোম্পানি কমান্ডার শহীদুল ইসলাম জানান, গত মঙ্গলবার রাতে বাংলাদেশ ও ভারতের সীমান্ত পিলার ১০৭২ এর নিকট দিয়ে সুপারী পাচারকালে ৩ জনকে আটক করেন বিজিবি। বাকীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। 

আটকরা হলেন রৌমারী উপজেলার আলগার চর গ্রামের নুর মোহাম্মদ এর পুত্র রানা মিয়া, চর রাজিবপুর উপজেলার বালিয়ামারী ব্যাপারী পাড়া গ্রামের মৃত শরাফত আলীর পুত্র মহসীন ও চান আলীর পুত্র ফরিজল হক। আসামিদের গত বুধবার চর রাজিবপুর থানায় সোপর্দ করা হয়েছে। চর রাজিবপুর থানার ওসি জানান, তাদের নামে মামলা হয়েছে। আসামিদের গত বৃহস্পতিবার কুড়িগ্রাম হাজতে প্রেরণ করা হয়েছে। 

টিএইচ